সন্তান লাভের কুরআনী দুআ ও আমল
Sontan laver Qurani dua o Amol
দুনিয়ার মধ্যে আল্লাহর যতো রকমের নেয়ামত আছে তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে সন্তান।
বিয়ের পর বিবাহিত স্বামী স্ত্রীর জন্য মনের মধ্যে সুধু একটাই চাহিদা থাকে যে তাদের জিবনে একটা সুন্দর ফুটফুটে সন্তান আসবে, চায় সে পুত্র হোক বা পুত্রী।
আর যখন এই চাহিদা পূরণ হয় না তখন তারা বিভিন্ন রকমের ভুল পথে চলে যায়, না জায়েজ হারাম কিছু লক্ষ থাকে না।
মনে রাখতে হবে যে সন্তান সুধু মাত্র আল্লাহ তায়ালাই দান করতে পারেন, পৃথিবীর কেউ এই চাহিদা পূরণ করতে পারে না,
তাই অন্য কারুর কাছে গিয়ে কোন রকমের পথ অবলম্বন না করে সুধু মাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করা উচিত।
এই আর্টিকেলের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কুরআনী দুআ ও আমল লেখা হলো, সে গুলো নিয়মিত করে গেলে ইন শা আল্লাহ্ এক দিন আল্লাহ্ আপনার দুআ কবুল করবেন।
যে সব ব্যক্তিরা সন্তানের সুখ থেকে বঞ্চিত তাদেরকে কিছু নিয়ম মেনে চলা উচিত:
- বাহ্যিক উপায়গুলো অবলম্বন করুন, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক কোনো সমস্যা থাকলে ভালো ডাক্তার দেখিয়ে সেগুলো দূর করার চেষ্টা করুন।
- আন্তরিকভাবে আল্লাহর সামনে নিজের দারিদ্র্যতা ও দুর্বলতা প্রকাশ করুন এবং আল্লাহর কাছে কেঁদে কেঁদে খুব দুআ করুন।
- বেশি বেশি ইস্তেগফার (ক্ষমা প্রার্থনা) করুন এবং দান-খয়রাত করুন।
এছাড়াও, স্বামী-স্ত্রী উভয়েই চলাফেরা অবস্থায় বেশি-বেশি এবং বিশেষ করে প্রত্যেক নামাজের পর স্বামী-স্ত্রী উভয়ে নিম্নোক্ত দুআটি সাতবার পাঠ করুন,
দৃঢ় বিশ্বাস ও এই আশা নিয়ে যে নিশ্চয়ই আল্লাহ আমাদের সন্তান দান করবেন।
সন্তান লাভের কুরআনী দুআ ও আমল
দুআ
رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وّأََنتَ خَيْرُ الْوَارِثِينَ
(সূরা আল-আম্বিয়া: ৮৯)
উচ্চারণ
রাব্বী লা-তাযারনী ফারদান ওয়া আনতা খাইরুল ওয়ারিসীন।
Rabbi laa-tazarni fardan wa anta khairul waariseen
অনুবাদ
হে আমার প্রতিপালক! আমাকে সন্তানহীন করে রেখ না, যদিও তুমি উত্তরাধিকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী।
কিভাবে দুআ পড়বেন ও আমল করবেন?
প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাযের পর স্বামী স্ত্রী উভয়েই ৭ বার করে এই দুআটি পড়বেন।
এবং যথাসম্ভব রাতদিন যতো বেশি পড়বেন ভালো ফলাফল হবে ইন শা আল্লাহ্।
বুযুর্গানে দ্বীন থেকে আরও বর্ণিত আছে যে, ঘুমানোর আগে স্বামী-স্ত্রী উভয়ে সূরা আন-নাজ্ম: ৪৫ (পঁয়তাল্লিশ) ৪৬ (ছেচল্লিশ) ও ৪৭ (সাতচল্লিশ) নং আয়াত পড়ে নেওয়া উচিত।
সেই আয়াতগুলো এই
- وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى (45)
- مِنْ نُطْفَةٍ إِذَا تُمْنَى (46)
- وَأَنَّ عَلَيْهِ النَّشْأَةَ الْأُخْرَى (47)
উচ্চারণ
- অ আন্নাহূ খলাক্বায্ যাওজাইনিয যাকারা অল উন্সা। (৪৫)
- মিন নুত্ব-ফাতিন ইযা-তুম্না। (৪৬)
- অআন্না আলাইহিন নাশআতাল উখ্রা। (৪৭)
অনুবাদ
- আর তিনিই যুগল (জোড়া) সৃষ্টি করেন পুরুষ ও নারী। (৪৫)
- শুক্রবিন্দু (শুক্রাণু) থেকে যখন তা নিক্ষিপ্ত হয়। (৪৬)
- আর নিশ্চয় পুনরায় সৃষ্টির দায়িত্ব তাঁর উপর। (৪৭)
নেক সন্তান লাভের কুরআনী দুআ ও আমল
উপরে যে দুআ ও আমল ছিলো সে গুলো বিশেষ করে সেই সব ব্যক্তিদের জন্য যাদের একেবারে সন্তান হয় না।
আর নিম্নে যেই দুআ গুলো দেওয়া হলো সে গুলো বিশেষ ভাবে নেক সন্তান লাভের জন্য।
তবে যাদের সন্তান হয় না তাদেরকে এই সমস্ত দুআই পড়া দরকার, নইলে আল্লাহ্ না করুক সন্তান তো হয়ে যাবে কিন্তু নেক নাও হতে পারে।
আর আমাদের উদ্দেশ্য হচ্ছে নেক বা সত সন্তান হাসিল করার , তাই সমস্ত দুআই পড়ুন।
আল্লাহ্ আমাদের সকলকে নেক সন্তান দান করুন, আমীন।
নেক সন্তান লাভের কুরআনী দুআ ও আমল
প্রথম দুআ
رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّـٰلِحِينَ
(সূরা সাফ্ফাত: ১০০)
উচ্চারণ
রব্বি হাবলী মিনাস-সলিহীন।
Rabbi Habli Minas-Saliheen
অনুবাদ
হে আমার পালনকর্তা!
আমাকে নেক সন্তান দান করুন।
দ্বিতীয় দুআ
رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
(সূরা আলে-ইমরান: ৩৮)
উচ্চারণ
রব্বি হাবলী মিল্লাদুনকা জুররিয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউ’দ দুআ’ই।
Rabbi habli min-ladunka zurriyatan tayyibah, innaka sameeud du’aaa.
অনুবাদ
হে আমাদের প্রতিপালক! তোমার পক্ষ থেকে আমাকে নেক সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী।
আসসালামু আলাইকুম।
প্রিয় পাঠক!
আমার নাম মোঃ নাজামুল হক, আমি একটি ইসলামী মাদ্রাসার শিক্ষক।
আমি মাদ্রাসা শিক্ষার পাশাপাশি অনলাইনে ইসলামিক প্রবন্ধ লিখতে থাকি, যাতে মানুষ সঠিক বিষয় জানতে পারে।
আপনি আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সঠিক তথ্য থেকে উপকৃত হন।
আপনার যদি কোন প্রশ্ন থাকে বা আমাদের কোন ভুল সম্পর্কে জানাতে চান, তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, জাযাকুমুল্লাহু খাইরন।