মুসলিমদের চরিত্র সম্পর্কে নবীজীর নসীহত
Musalman der Choritro somporke Nobijir Upodesh
মুসলমানদের চরিত্র কেমন হওয়া উচিৎ?
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বৰ্ণিত আছে। তিনি বলেন, নবীজী (স.অ.) বলেছেন:
তোমরা একে অপরের প্রতি হিংসা করো না,
(ক্রয় বিক্রয় করার ভান করে) মূল্য বৃদ্ধি করে মানুষ কে ধোঁকা দিও না।
একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করবে না।
একে অপরকে পৃষ্ঠ প্রদর্শন (অবজ্ঞা প্রকাশ) করবে না।
তোমাদের একজনের কেনা বেচার সাওদা করা শেষ না হলে ঐ বস্তুর সাওদা বা কেনা-বেচার প্রস্তাব করবে না।
হে আল্লাহর বান্দাগণ! তোমরা পরস্পর ভাই-ভাই হয়ে যাও।
মুসলিম মুসলিমদের ভাই।
সে তার উপর অত্যাচার করবে না, অসম্মান করবে না, তুচ্ছ ভাববে না।
তাকওয “ধর্ম ভীরুতা এখানে” – এই কথাটি বলার সময় নবীজী স্বীয় বক্ষস্থলের (অন্তরের) প্রতি তিনবার ইঙ্গিত করেছিলেন।
কোন মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করাটা মন্দ ব্যবহারের জন্য যথেষ্ট (অর্থাৎ এরূপ তুচ্ছ জ্ঞান প্রদর্শন দ্বারা পাপ কার্য হওয়া সুনিশ্চিত)
এক মুসলিম অন্য মুসলিমকে খুন করা, তার মাল গ্রাস করা ও সম্মানে আঘাত দেয়া হারাম।
(বুখারী: ৬০৬৬) (মুসলিম: ২৫৬৩, ২৫৬৪) (তিরমিযী: ১১৩৪, ১৯৮৮) (নাসায়ী: ৩২৩৯, ৪৪৯৬) (আবূ দাউদ: ৩৪৩৮, ৩৪,৪৩) (ইবনু মাজাহ: ১৮৬৭, ২১৭২,২১৭৪) (আহমাদ: ৭৬৭০, ৭৮১৫) (মালেক: ১৩৯১, ১৬৮৪)
সুতরাং সমস্ত মুসলিম ভাইদের জন্য এই হাদিসের উপর আমল করার অনুরোধ করা হচ্ছে।
খবরদার, ভোটের জন্য এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দুশমনি রাখবেন না।
ভোট আসবে আর ভোট যাবে কিন্তু সর্বপ্রথম আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম।
এক মুসলমান অপর মুসলমান ভাইদের সাথে সব সময় ভালবাসার সম্পর্ক গড়তে হবে।
সব সময় এক অপরের সাহায্য করতে হবে।
ঝগড়াঝাঁটি, হিংসা বিদ্বেষ থেকে মনকে পরিস্কার রাখতে হবে।
আল্লাহ আমাদের সবাইকে এ সবের প্রতি আমল করার তৌফিক দান করুন, আমীন।
-:আরো পড়ুন:-
স্বামী গরীব হলে স্ত্রীর করনীয়
আসসালামু আলাইকুম।
প্রিয় পাঠক!
আমার নাম মোঃ নাজামুল হক, আমি একটি ইসলামী মাদ্রাসার শিক্ষক।
আমি মাদ্রাসা শিক্ষার পাশাপাশি অনলাইনে ইসলামিক প্রবন্ধ লিখতে থাকি, যাতে মানুষ সঠিক বিষয় জানতে পারে।
আপনি আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সঠিক তথ্য থেকে উপকৃত হন।
আপনার যদি কোন প্রশ্ন থাকে বা আমাদের কোন ভুল সম্পর্কে জানাতে চান, তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, জাযাকুমুল্লাহু খাইরন।