প্রিয় পাঠক! এই পোষ্টের মধ্যে আপনারা জান্নাত পাওয়া ও জাহান্নাম থেকে মুক্তির দুআ জানতে পারবেন।
জান্নাত পাওয়া ও জাহান্নাম থেকে মুক্তির দুআ-6 Dua About Jannat and Jahannam
জান্নাত পাওয়া ও জাহান্নাম থেকে মুক্তির দুআ

হযরত আবু সাইদ খুদরি (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত আছে, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
যে ব্যক্তি এই (নিম্নে দেওয়া) দুআ পাঠ করবে, তার জন্যে জান্নাত ওয়াজিব (আবশ্যক) হয়ে যাবে।
প্রথম দুআ
رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيّـاً وَ رَسُولاً
উচ্চারণ
রযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল-ইসলামি দ্বীনান ওয়া বি-মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রসুলা।
Razeetu billahi rabba, wabil-islami deena, wa bi-Muhammadin nabiyya.
অনুবাদ
আমি আল্লাহকে রব, ইসলামকে দীন এবং মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে সন্তুষ্টচিত্তে মেনে নিয়েছি।
(আবু দাউদ: ১৫২৯)
জান্নাত পাওয়া ও জাহান্নাম থেকে মুক্তির দুআ-6 Dua About Jannat and Jahannam
দ্বিতীয় দুআ
اَللّٰھُمَّ إِنِّيْ أَسْأَلُکَ الْجَنَّةَ وَ أَعُوذُ بِكَ مِنَ النَّارِ
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান-নার।
Allahumma inni as’alukal Jannata, wa Auzu bika minan-Naar.
অনুবাদ
হে আল্লাহ্! আমি আপনার কাছে জান্নাত চাইছি, এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা চাইছি।
(Abu Daud: 792-793)
আনাস ইবনে মালিক (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
যে ব্যক্তি জান্নাতের জন্য আল্লাহর নিকট তিনবার প্রার্থনা করে জান্নাত তখন তার জন্য বলে, হে আল্লাহ্! তাকে জান্নাতে প্রবেশ করান।
আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম হতে পানাহ (আশ্রয়) চাই জাহান্নাম তখন তার জন্য আল্লাহর নিকট বলে, হে আল্লাহ্! তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন।
(তিরমিযী শরীফ:২৫৭২)
জান্নাত পাওয়া ও জাহান্নাম থেকে মুক্তির দুআ-6 Duas About Jannat and Jahannam
যে দোয়ায় জান্নাতে বৃক্ষ রোপণ করা হয়
জাবের (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত আছে, রাসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেন:
যে ব্যক্তি এই দোয়া পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা (লাগানো) হয়।
তৃতীয় দুআ
سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ
উচ্চারণ
‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি।’
Subhan-allhil Azeemi wa bi-hamdihi.
অনুবাদ
মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।
এবং তারই সকল প্রশংসা।
(তিরমিজি: ৩৪৬৪)
জান্নাত পাওয়া ও জাহান্নাম থেকে মুক্তির দুআ-6 Dua About Jannat and Jahannam
সমস্ত মুসলিম উম্মতের জন্য জান্নাতের দুআ
পুরো পৃথিবীর সমস্ত মুসলিম উম্মতের জন্য এই দুআ পড়ুন।
চতুর্থ দুআ
(সূরা মু’মিন: ৮-৯)
উচ্চারণ
রব্বানা ওয়া আদখিল্হুম জান্না-তি আদনি-নিল্লাতী ওয়া আত্তাহুম ওয়া সলাহা মিন আ-বা-য়িহিম ওয়া আয্ওয়াজিহিম ওয়া র্যুরিয়্যা-তিহিম; ইন্নাকা আন্তাল আযীযুল হাকীম।
ওয়া ক্বিহিমুস-সাইয়িয়াত; ওয়া মান তাক্বিস-সাইয়িয়াতি ইয়াওমায়িযিন ফাক্বদ রহিমতাহ; ওয়া যা-লিকা হুওয়াল ফাওযুল আজীম।
Rabbana wa adkhil-hum jannati adni-nillati wa attahum wa man salaha min abaai-him wa azwaaji-him wa zurriyyati-him innaka antal-azeezul-hakeem.
Wa qihimus sayyiati wa man taqis-sayyiati yawmaizin faqad rahimtahu wa zaalika huwal fawzul azeem.
জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দুআ
প্রথম দুআ
رَبَّنَا إِنَّنَا اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النّارِ
(সূরা আলে-ইমরান: ১৬)
উচ্চারণ
রব্বানা ইন্না-না আমান্না ফাগফিরলানা যুনূবানা ওয়া কিনা আযাবা-ন্নার।
Rabbana innana amanna fagfir-lana zunubana wa qina azaban-nar.
অনুবাদ
হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান আনলাম। অতএব, আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন’।
দ্বিতীয় দুআ
رَبَّنَا اصۡرِفۡ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ٭ۖ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
اِنَّهَا سَآءَتۡ مُسۡتَقَرًّا وَّ مُقَامًا
উচ্চারণ
রব্বানা-সরিফ আন্না আযাবা জাহান্নাম, ইন্না আযাবাহা কানা গরামা।
ইন্নাহা সাআত মুসতাকাররাওঁ ওয়া মুকামা।
Rabbana-srif Anna azaba jahannam, Inna azabaha kana garama.
Innaha sa-at mustaqrraw wa muqama.
হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর কর, তার শাস্তি তো ভয়াবহ বিপদ।
তা আবাসস্থল আর অবস্থান নেয়ার জায়গা হিসেবে কতই না নিকৃষ্ট!
জান্নাত পাওয়া ও জাহান্নাম থেকে মুক্তির দুআ-6 Duas About Jannat and Jahannam
ওয়াকফ সংশোধন বিল পাস হলে দায়ী কে হবে?

আসসালামু আলাইকুম।
প্রিয় পাঠক!
আমার নাম মোঃ নাজামুল হক, আমি একটি ইসলামী মাদ্রাসার শিক্ষক।
আমি মাদ্রাসা শিক্ষার পাশাপাশি অনলাইনে ইসলামিক প্রবন্ধ লিখতে থাকি, যাতে মানুষ সঠিক বিষয় জানতে পারে।
আপনি আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সঠিক তথ্য থেকে উপকৃত হন।
আপনার যদি কোন প্রশ্ন থাকে বা আমাদের কোন ভুল সম্পর্কে জানাতে চান, তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, জাযাকুমুল্লাহু খাইরন।