গান বাজনা বাদ্যযন্ত্র ইসলামে হারাম
Gaan-Bajna Music Islam dhorme Haraam
ইসলাম ধর্মে গান-বাজনা, মিউজিক ইত্যাদি কে হারাম করা হয়েছে।
আল্লাহ তা‘আলা বলেন:
وَمِنْ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِيْنٌ-
অর্থ: এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান-বাজনা ও বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।
(সূরা লুক্বমান: ০৬)
عَنْ أَبِيْ مَالِكِ الأَشْعَرِىِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَكُوْنَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّوْنَ الْحِرَ وَالْحَرِيْرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ.
অর্থ: রাসূল (সাঃ) বলেন, ‘অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা যেনা, রেশম, নেশাদার দ্রব্য ও গান-বাজনা (মিউজিক) বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে’।
(বুখারী শরীফ: ৫৫৯০)
عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللهَ تَعَالَى حَرَّمَ الْخَمْرَ وَالْمَيْسِرَ والكُوْبَةَ.
অর্থ: ইবনু আববাস (রাঃ) বলেন, রাসূল (সাঃ) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তা‘আলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র কে হারাম করেছেন’
(আবূ দাউদ:৩৬৯৬, বায়হাক্বী: ৬২৮)
عَنْ اَبِيْ اُمَامَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ تَبِيْعُوا الْقَيْنَاتِ وَلاَ تَشْتَرُوْهُنَّ وَلاَ تُعَلِّمُوْهُنَّ وَثَمَنُهُنَّ حَرَامٌ.
অর্থ: আবু ওমামা (রাঃ) বলেন, রাসূল (সাঃ) বলেছেন, তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় কর না, তাদের ক্রয় কর না, তাদের গান-বাজনা ও বাদ্যযন্ত্র শিখিয়ে দিয়ো না, তাদের উপার্জন হারাম ।
(জামে তিরমিযী: ৩১৯৫)
অত্র হাদীসে গান-বাজনার যে কোন মাধ্যম কে নিষিদ্ধ ও হারাম করা হয়েছে।
আজকাল মানুষ মোবাইল ফোনের মাধ্যমে গান শুনে থাকে, বিশেষ করে তরুণ-তরুণীরা রাতে ঘুমানোর আগে গান বাজিয়ে শুয়ে পড়ে।
আল্লাহ না করুন, ওই অবস্থায় যদি সে মারা যায় তাহলে তার কী অবস্থা হবে তাও সে বোঝে না।
আল্লাহকে ভয় করুন এবং সব ধরনের গান বাজানো থেকে দূরে থাকুন।
সুতরাং আমরা সবাই সতর্ক ও সচেতন হই।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।
-:আরো পড়ুন:-
মুসলিমদের চরিত্র সম্পর্কে নবীজীর নসীহত
আসসালামু আলাইকুম।
প্রিয় পাঠক!
আমার নাম মোঃ নাজামুল হক, আমি একটি ইসলামী মাদ্রাসার শিক্ষক।
আমি মাদ্রাসা শিক্ষার পাশাপাশি অনলাইনে ইসলামিক প্রবন্ধ লিখতে থাকি, যাতে মানুষ সঠিক বিষয় জানতে পারে।
আপনি আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সঠিক তথ্য থেকে উপকৃত হন।
আপনার যদি কোন প্রশ্ন থাকে বা আমাদের কোন ভুল সম্পর্কে জানাতে চান, তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, জাযাকুমুল্লাহু খাইরন।