দৃষ্টিশক্তি বৃদ্ধি করার ও চোখ সুস্থ রাখার ১০০% ফলাফল পাওয়ার দুআ
Chokh Sushtho rakhar dua o Amol
আল্লাহ্ তাবারক ওয়া তায়ালা মানুষ কে অগুনিত নিয়ামত দান করেছেন।
মানুষের শরীরের মধ্যে যা কিছুই আছে সব কিছুই বহু মুল্যবান সম্পদ ও নিয়ামত।
এ সবিই আল্লাহর অসীম দয়া ও অনুগ্রহ, যার শুকরিয়া আদায় করে কোন মানুষ কখনো শেষ করতে পারবে না।
শরিরের সব কিছুই আল্লাহর বড় বড় নিয়ামত ও আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আমানত স্বরুপ, তা সুস্থ রাখা প্রত্যেক মানুষের দায়িত্ব ও কর্তব্য।
তন্মধ্যে একটি মুল্যবান নিয়ামত হলো “চোখ”
যে ব্যাক্তির চোখ নাই সেই এর সম্পূর্ণ গুরুত্ব ও মর্যাদা বুঝতে পারে।
আর যাদের আছে কিন্তু আস্তে আস্তে সেই নিয়ামত নষ্ট হতে চলেছে তারা এই আমলের মাধ্যমে তা ঠিক করে নিতে পারেন।
এবং যাদের চোখে কোন রকমের সমস্যা নেই তাঁরাও আল্লাহ্ তায়ালার শুকরিয়া আদায় করে নিয়মিত এই আমল করে যাবেন,
যাতে আপনার সুস্থ চোখ সারা জীবন সুস্থই থাকে, অসুস্থ না হয়ে যায়।
কুরআন কারীম এর ৫০ নম্বর সূরা, সূরা ক্বাফ এর ২২ নং আয়াতের কিছু অংশের আমল করলে আপনার চোখের সমস্ত রকমের সমস্যা দূর হবে, ইন শা আল্লাহ্।
দৃষ্টিশক্তি কম থাকলে চোখের জ্যোতি বেড়ে যাবে,
কোন সমস্যা না থাকলে, সমস্যা হওয়া থেকে বাঁচিয়ে রাখবে।
ব্যথা হলে ব্যথা দূর হবে।
যেই দুআ পড়লে আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি হবে ও চোখ সুস্থ থাকবে।
আমি এই দুআ বাল্যকাল (ছোটবেলা) থেকে করে আসছি, আলহামদু লিল্লাহ আমার চোখের কোন রকম সমস্যা নেই।
চোখের সমস্ত রকমের সমস্যা দূর করার জন্য ১০০% ফলাফল পাওয়ার কুরআনী দুআ ও আমল।
চোখের জ্যোতি বাড়ানোর ও চোখ সুস্থ রাখার দুআ
দুআ
فَکَشَفْنَا عَنْکَ غِطَاءَ کَ فَبَصَرُکَ الْیَوْمَ حَدِیْدٌ
(সুরা ক্বাফ, আয়াত নং: ২২)
উচ্চারণ
ফাকাশাফনা আনকা গিত্বাআকা ফাবাসরুকাল ইয়াওমা হাদীদ।
fakashafna anka gitaa-aka fabasarukal yawma hadeed
অর্থ
আমি তোমার সামনে থেকে পর্দা উন্মোচন করেছি; অতএব আজ তোমার দৃষ্টি প্রখর।
চোখের জ্যোতি বাড়ানোর ও চোখ সুস্থ রাখার দুআ ও আমল
কিভাবে আমল করবেন?
এই আয়াতটি প্রত্যেক পাঁচ ওয়াক্তের (ফরয নামাযের পর অথবা ফরয, সুন্নত ও নফল) সমস্ত নামায পড়ে নেওয়ার পর ৩ বার পড়ে উভয় হাতের বৃদ্ধাঙ্গৃলের নখে ফুঁ দিয়ে উভয় চোখের ওপর মাসেহ করে (বুলিয়ে) নেবেন।
ইন শা আল্লাহ্, আপনার চোখের সমস্ত রকমের সমস্যা দূর হবে ।
এ ছাড়াও প্রত্যেক ফরয নামাযের পর ১১ বার “ইয়া নূর” পড়ে চোখে ফুঁ দিলে চোখের জ্যোতি বাড়ে ও চোখ সুস্থ থাকে।
আসসালামু আলাইকুম।
প্রিয় পাঠক!
আমার নাম মোঃ নাজামুল হক, আমি একটি ইসলামী মাদ্রাসার শিক্ষক।
আমি মাদ্রাসা শিক্ষার পাশাপাশি অনলাইনে ইসলামিক প্রবন্ধ লিখতে থাকি, যাতে মানুষ সঠিক বিষয় জানতে পারে।
আপনি আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সঠিক তথ্য থেকে উপকৃত হন।
আপনার যদি কোন প্রশ্ন থাকে বা আমাদের কোন ভুল সম্পর্কে জানাতে চান, তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, জাযাকুমুল্লাহু খাইরন।